
আইপিএল নিলামের উত্তাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এলেন দুই বাংলাদেশি ক্রিকেটার। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের আয়োজিত মক নিলামে দল পেয়েছেন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামকে সামনে রেখে অশ্বিন তার ইউটিউব চ্যানেলে এই মক নিলামের আয়োজন করেন। মক অকশনের দ্বিতীয় দিনে তোলা হয় তানজিম হাসান সাকিবের নাম। পেস বোলিং অলরাউন্ডার তানজিমের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। তাকে দলে নিতে গুজরাট ছাড়া আর কোনো দল আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তানজিমকে দলে নেয় টিম গুজরাট।
এর আগের দিন অনুষ্ঠিত মক নিলামের প্রথম পর্বে দল পান আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। বাঁহাতি এই পেসারকে দলে ভেড়াতে নিলামের টেবিলে প্রতিযোগিতায় নামে টিম চেন্নাই ও টিম বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় টিম বেঙ্গালুরু।
পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম ওঠার সঙ্গে সঙ্গেই আগ্রহ দেখায় বেঙ্গালুরু। ২ কোটি রুপিতে প্রায় বিক্রি হয়ে যাওয়ার মুহূর্তে চেন্নাই বিডে যোগ দিলে শুরু হয় দাম বাড়ানোর লড়াই। দুই দলের পাল্টাপাল্টি দর হাঁকার পর ৩ কোটি ৫০ লাখ রুপিতে গিয়ে থামে বেঙ্গালুরু, আর সেখানেই সরে দাঁড়ায় চেন্নাই।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আইপিএলের মিনি নিলামে তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান ছাড়াও তালিকায় রয়েছেন আরও পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।