
বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন। মেসির আগমনে শহরে উৎসাহিত ভক্তদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড কিং শাহরুখ খান। এই সফরের প্রথম দিনেই মেসি ও শাহরুখ খানের সাক্ষাৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। মেসি, শাহরুখ খানের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন এবং এ সময় সেখানে উপস্থিত ছিলেন আরও দুই তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটায় কলকাতায় ফুটবল তারকাদের পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হলো ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’।
কলকাতা থেকে মেসির সফর হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে যাবে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মেসি সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে হাজির হন। গ্যালারিতে হাজির হাজার হাজার ভক্ত অধীর আগ্রহে তার আগমনের অপেক্ষা করছিলেন।
তবে মাঠে প্রবেশের সময় চরম অব্যবস্থাপনার কারণে উত্তেজনা সৃষ্টি হয়। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে মেসিকে ঘিরে ধরে ভক্তদের ঢল, ফলে প্রায় ২০ মিনিট গ্যালারি থেকে তাকে দেখা যায়নি। এরপর স্টেডিয়াম থেকে আচমকা তাকে বের করা হয়।
এতে চড়া দামে টিকিট কিনে মাঠে আসা দর্শক ক্ষুব্ধ হন। তারা গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর শুরু করেন এবং চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দিশেহারা হয়ে পড়েন। একপর্যায়ে মাঠের ধারের ফেন্সিংয়ের গেট ভেঙে হুড়মুড়ে ভক্ত-সমর্থকরা মাঠে ঢুকে যান, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।