
বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হলিউডে অভিষেকের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর শেষ অধ্যায়ে তাকে দেখা যেতে পারে- এমন ইঙ্গিতই মিলছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে।
দ্য হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে ডোমিনিক টোরেটো চরিত্রে অভিনয় করা ভিন ডিজেল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। শুরুতে ওই পোস্টের ক্যাপশনে তিনি উল্লেখ করেন, একসময় রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিক্যুয়েল ‘লস বানডোলেরস’-এ তার অভিনয়ের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি।
তবে বিষয়টি নতুন মাত্রা পায়, যখন ভক্তরা লক্ষ্য করেন—ভিন ডিজেল পরবর্তীতে পোস্টটির ক্যাপশন পরিবর্তন করেছেন। সংশোধিত ক্যাপশনে লেখা হয়, “সবাই জিজ্ঞেস করছিল, সে কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি, সে একজন আসল মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলাম।”
এই পরিবর্তিত বক্তব্য ঘিরেই ভক্তদের মধ্যে জল্পনা তীব্র হয়ে ওঠে। কমেন্ট সেকশনে শুরু হয় আলোচনা-সমালোচনা, যেখানে অনেকেই ধারণা করছেন—তবে কি সত্যিই ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ দেখা যাবে ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে?
ভক্তদের কৌতূহল এখানেই শেষ নয়। কেউ কেউ ইতোমধ্যে কল্পনা শুরু করেছেন, তিনি কোন ধরনের চরিত্রে হাজির হতে পারেন। বেশিরভাগ মন্তব্যেই ছিল এই আইকনিক অ্যাকশন সিরিজে রোনালদোকে দেখার প্রবল আগ্রহ। যদিও এখন পর্যন্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ তার অভিনয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে পুরো বিষয়টি আপাতত জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
জানা গেছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’ হতে যাচ্ছে এই দীর্ঘদিনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা। এতে ভিন ডিজেলের পাশাপাশি ফেরার কথা রয়েছে ডোয়াইন জনসন (হবস), জেসন মোমোয়া (ডান্তে রেয়েস) ও জেসন স্ট্যাথাম (ডেকার্ড শ)-এর। এমনকি প্রয়াত অভিনেতা পল ওয়াকারকে (ব্রায়ান ও’কনার) কোনোভাবে গল্পে ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে বলে শোনা যাচ্ছে, যদিও সে বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
এদিকে সিনেমাটির মুক্তির তারিখও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন রয়েছে—‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’ ২০২৭ সালের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে।