ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি


ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টাধ্বনি বেজে উঠছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই।

শনিবার, ১৮ অক্টোবর বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে তিনি বরিশাল বিভাগ, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দিন বলেন, "যেহেতু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে, যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয় তখন সেটা দেখা যাবে।"

নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) 'শাপলা' প্রতীক চাওয়ায় নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই।"

তিনি আরও বলেন, "কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন।"

বরিশালে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×