শেয়ারবাজারে ঘুরে দাঁড়াল একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংক


শেয়ারবাজারে ঘুরে দাঁড়াল একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংক

বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক দূর করার পর ফের ঘুরে দাঁড়াল দেশের পাঁচটি একীভূত হওয়া ইসলামী ব্যাংকের শেয়ার। সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের জবাবে সরকারের সুনির্দিষ্ট আশ্বাসে এ উন্নতি লক্ষ্য করা যায়।

১৪ অক্টোবর (সোমবার) বাজারে বড় ধরনের উত্থান ঘটে এই পাঁচ ব্যাংকের শেয়ারদরে। সোশ্যাল ইসলামী ব্যাংক দিনের সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি শেয়ার ৪ টাকা ৪০ পয়সায় লেনদেন শেষ করে। এক্সিম ব্যাংক ৮.৫৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ টাকা ৮০ পয়সায়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার মূল্য ৭.৬৯ শতাংশ বেড়ে হয় ২ টাকা ৮০ পয়সা। ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক যথাক্রমে ৫.৮৮ শতাংশ ও ৫.৫৬ শতাংশ বৃদ্ধিতে শেয়ারমূল্য পৌঁছায় ১ টাকা ৮০ পয়সা ও ১ টাকা ৯০ পয়সায়।

গত আগস্ট থেকে মাঝ অক্টোবর পর্যন্ত টানা পতনের পর বিনিয়োগকারীদের আস্থা ফেরায় এই উত্থান দেখা যায়। কারণ তখন বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, এক্সিম এবং সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করা হবে।

তবে শেয়ারধারীদের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দেয়, কারণ ব্যাংক কোম্পানি আইনে একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা নিয়ে স্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই।

এই পরিস্থিতিতে ১৩ অক্টোবর এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবকে “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” আখ্যা দেয়।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, "বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হবে এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। একীভূতকরণ প্রক্রিয়ায় শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষা করা হবে।"

এর আগে, ৯ অক্টোবর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নতুন গঠিত ইসলামী ব্যাংকটির পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা, যা দেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ।

সিদ্ধান্ত ঘোষণার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এই একীভূতকরণের ফলে কোনো কর্মী চাকরি হারাবেন না এবং আমানতকারীদের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে।”

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকে সংঘটিত আর্থিক অনিয়মে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×