এবার আগুন লাগল কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৫ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

দেশজুড়ে অগ্নিকাণ্ডের একের পর এক ঘটনায় উদ্বেগের মধ্যে এবার আগুন লাগল কক্সবাজারের একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কলাতলী মোড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এডমিন) জাহাঙ্গীর সেলিম একটি ফেসবুক পোস্টে লেখেন, “কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন ধরেছে। কাছে থাকলে চলে আসেন।”
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহূর্তেই কয়েক হাজার মানুষ ভিড় করে ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।