চাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের ‘রিহার্সাল’: চবি উপাচার্য


চাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের ‘রিহার্সাল’: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের নির্বাচন শুরু হয়েছে, যেটিকে ভবিষ্যতের জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার এই নির্বাচনকে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক রাজনীতির অনুশীলন হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এই নির্বাচন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এবং এটি ভবিষ্যতের জাতীয় নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ ও ‘রিহার্সাল’ হিসেবে বিবেচিত হবে।”

বুধবার, ১৫ অক্টোবর সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ব্যবহার করা হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতি, যা প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছতার দিকে university প্রশাসনের একটি নতুন পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

ভোটগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে মোট ১৫টি কেন্দ্র এবং ৬১টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। চাকসুর ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। পাশাপাশি, হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। তার ভাষায়, “নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে, প্রচারণা সময় কোড অব কনডাক্ট মেনে চলা হয়েছে এবং পোলিং এজেন্টদের নির্বিঘ্নভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×