রাজনীতি নিষিদ্ধ ববি ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
- ববি প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৪৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

রাজনীতি নিষিদ্ধ ঘোষিত বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে তিন দিনব্যাপী কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ববি শাখা। রোববার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই কর্মসূচি পরিচালনা করতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।
যদিও ববিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবুও শিবিরের এই উদ্যোগকে অনেক সাধারণ শিক্ষার্থী ইতিবাচকভাবে দেখছেন। তাদের ভাষ্য, “রাজনীতি নিষিদ্ধ থাকলেও বিভিন্ন ছাত্র সংগঠন ভিন্ন ভিন্নভাবে কর্মসূচি চালাচ্ছে। সে দিক থেকে শিবিরের কুরআন বিতরণ কর্মসূচি অন্যায় নয়।”
তবে শিক্ষার্থীদের একাংশ প্রশ্ন তুলেছেন—রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও শিবির কীভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যানারে এ কর্মসূচি পালন করছে।
এ বিষয়ে জানতে চাইলে শিবিরের ববি শাখার পরিকল্পনা ও ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক মোকাব্বেল শেখ বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিইনি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীরা যদি ইতিবাচকভাবে নেয়, তাহলে ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে। এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি; বরং তারা আমাদের কার্যক্রম ভালোভাবেই গ্রহণ করেছে।”
প্রক্টর অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল বলেন, “আমি এখনো বিষয়টি জানি না। আগামীকাল এ বিষয়ে খোঁজ নেব।”
এর আগে গত ১০ অক্টোবর শিবির ববি শাখা বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে “প্রেরণার বাতিঘর” শীর্ষক বইপাঠ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। এছাড়া গত ২৯ জুলাই গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গণভোট আয়োজন করে, একইদিন ছাত্রদলও কর্মীসভা ও সদস্যফর্ম বিতরণ করে। পরবর্তীতে ২৭ আগস্ট টিএসসিতে নবীনবরণ অনুষ্ঠান করে বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন, ববি শাখা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১১ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রজ্ঞাপনে ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।