‘মার্চ টু সচিবালয়’ ঠেকাতে শিক্ষা ভবন মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ


‘মার্চ টু সচিবালয়’ ঠেকাতে শিক্ষা ভবন মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে এই পদযাত্রা শুরু হয়।

আন্দোলনকারীদের থামাতে শিক্ষা ভবন মোড়ের আগে হাইকোর্ট মাজারগেটে পুলিশ মোতায়েন রয়েছে। দোয়েল চত্বর থেকে মৎস্য ভবন এবং মৎস্য ভবন থেকে দোয়েল চত্বরের সংযোগ সড়কগুলো বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

সকাল থেকেই হাজার হাজার শিক্ষক শহীদ মিনারে জড়ো হন কর্মসূচিতে অংশ নিতে। শুরুতে বেলা ১২টার সময় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে বিকেল ৪টায় শুরু করা হয়।

শিক্ষকরা জানিয়েছেন, তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। তারা বলেন, “২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করবেন না।”

শিক্ষকদের এই কর্মসূচির কারণে ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে, এবং রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×