অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় ব্রাজিলের


অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় ব্রাজিলের

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে ব্রাজিল জয়শূন্য থেকেই বিদায় নিয়েছে। রোববার (৫ অক্টোবর) ভোরে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেলেসাওরা গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করে। টুর্নামেন্টে ব্রাজিল একটিও জয় পায়নি।

গ্রুপ ‘সি’-তে তিন ম্যাচের মধ্যে ব্রাজিল দুটিতে হেরেছে। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে তারা ২-১ গোলে হেরে যায়, স্পেনের সঙ্গে শেষ ম্যাচে হারে ১-০। মেক্সিকোর সঙ্গে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তিন ম্যাচে তিনটি গোল করার বিপরীতে পাঁচটি গোল হজম করেছে সেলেসাওরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো, দ্বিতীয় স্থানে মেক্সিকো, এবং তৃতীয় স্থানে স্পেন। এই তিন দলই পরবর্তী রাউন্ডে উঠে গেছে।

স্পেনের বিপক্ষে প্রথমার্ধে আক্রমণাত্মক খেলার চেষ্টা চালায় ব্রাজিল। তবে স্পেনের গোলরক্ষক ফ্রান গনজালেস একাধিক দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পেনের আক্রমণভাগের চমৎকার পাস বিনিময়ের পর ব্রাভো নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। রুয়ান গ্যাব্রিয়েল ও লুইগি দু’জনই ভালো সুযোগ পান, তবে তা কাজে লাগাতে পারেননি।

শেষ পর্যন্ত কোনো গোল করতে না পারায় রামোন মেনেজেসের শিষ্যরা হেরে যায়। এর ফলে ২৪ দলীয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×