বিসিবি নির্বাচনে ক্লাব মালিকদের হুমকি: দাবি না মানলে ক্রিকেট বয়কট


বিসিবি নির্বাচনে ক্লাব মালিকদের হুমকি: দাবি না মানলে ক্রিকেট বয়কট

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবালসহ কয়েকজন ক্লাব সংগঠন ও কাউন্সিলর। তবে তারা নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন এবং এই দাবি না মানলে দেশের ক্রিকেট বয়কট করার হুমকি দিয়েছেন ক্লাব মালিকরা।

শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ক্লাব সংগঠকরা এই বক্তব্য প্রকাশ করেন। তারা বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচনের নামকে প্রহসনের মতো দেখিয়ে যত বিতর্ক সৃষ্টি হয়েছে, তা দেশের ক্রিকেটকে আন্তর্জাতিক স্তরে কলঙ্কিত করেছে। ৬ অক্টোবরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই নানা বিতর্কের সৃষ্টি হওয়ায় আমরা অনুরোধ করছি, নির্বাচনের মাধ্যমে দেশের ক্রিকেটকে আরও কলঙ্কিত করা হবে না।”

সংগঠকরা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে তিন দফা পরামর্শ দিয়েছেন:

১. বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের মেয়াদ বৃদ্ধি করে একটি সুসংগঠিত নির্বাচন আয়োজন করা।
২. একটি অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন আয়োজন করা।
৩. বর্তমান তফসিল ও নির্বাচন কমিশন বাতিল করে নতুন করে তফসিল ঘোষণা এবং নির্বাচন করা।

ক্লাব মালিকরা আরও জানিয়েছেন, আগামীকাল ৫ অক্টোবরের মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে তারা দেশের কোনো ধরনের ক্রিকেটে আর অংশ নেবেন না।

উল্লেখ্য, ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগ থেকে নির্বাচিত ১০ জন পরিচালক নির্ধারণ করে সংশ্লিষ্ট কাউন্সিলররা। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে, আর বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে মোট ৭১ জন কাউন্সিলর ভোটাধিকার রাখেন।

ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। বিশ্ববিদ্যালয় ও সংস্থা ভিত্তিক তৃতীয় ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হওয়ার পর তাদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×