সায়েন্সল্যাব মোড়ে অবরোধ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের


সায়েন্সল্যাব মোড়ে অবরোধ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে অবরোধ গড়ে তুলেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষার্থীরা। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধনের দাবি এবং কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষের প্রতিবাদ জানাতেই তারা এই কর্মসূচি পালন করছেন। এতে করে ব্যস্ত এই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, যার কারণে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য কর্মজীবী ও অফিসগামী মানুষ।

মঙ্গলবার, ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি সায়েন্সল্যাব মোড়ে পৌঁছানোর পর তারা সড়কে বসে পড়ে এবং হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের মূল দাবি, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ আইনটি বর্তমান রূপে কার্যকর হলে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্ত হওয়ার শঙ্কা তৈরি হবে, যা প্রতিষ্ঠানটির শতবর্ষের ঐতিহ্যের প্রতি চরম অবহেলা হিসেবে দেখা হচ্ছে।

একজন শিক্ষার্থীর ভাষ্যে, “নতুন অধ্যাদেশ বাস্তবায়িত হলে আমাদের কলেজের এই দীর্ঘ শিক্ষাগত ইতিহাস বিপন্ন হয়ে পড়বে।”

এর একদিন আগেই, সোমবার, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ঢাকা কলেজে তাদের সঙ্গে স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনার সূত্রপাত ঘটে যখন এক শিক্ষার্থী শিক্ষকদের উদ্দেশে ‘দালাল’ শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ উঠে। এরপর শিক্ষকরা ওই শিক্ষার্থীকে ধরে কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবন ঘিরে ফেলেন এবং সহপাঠীকে মুক্ত করে আনেন।

এই ঘটনার রেশ পড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যেও। তারা এরপর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×