ভারতের ৩ কফ সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:১৯ এম, ১৪ অক্টোবর ২০২৫

শিশুদের জন্য তৈরি ভারতের তিনটি কফ সিরাপে প্রাণঘাতী মাত্রায় ক্ষতিকর রাসায়নিকের সন্ধান পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), যা নিয়ে জারি করা হয়েছে একটি জরুরি সতর্কবার্তা।
জাতিসংঘ-সমর্থিত এ সংস্থা জানিয়েছে, ভারতের তিনটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তৈরি করেছে এই সিরাপগুলো। এর মধ্যে রয়েছে শ্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের রেসপিফরেশ টিআর, এবং শেপ ফার্মার রিলাইফ।
এই সিরাপগুলো মূলত ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের সর্দি-কাশি উপশমে ব্যবহার হয়ে থাকে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এসব সিরাপে ডায়াথিলিন গ্লাইকোল নামে একটি বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে, যা মানবদেহের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য, "এই তিনটি কফ সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে ৫০০ গুণ বেশি।" সাধারণত কফ সিরাপ তৈরিতে এ রাসায়নিকের অল্প পরিমাণ ব্যবহার অনুমোদিত, কিন্তু অতিরিক্ত মাত্রায় এটি বিষক্রিয়ার কারণ হয়ে দাঁড়ায়।
এই সতর্কবার্তা এমন এক সময় এলো, যখন গত আগস্টেই ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালস কোম্পানির কোল্ডরিফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে ১৭ জন শিশুর। এর আগে ২০২৩ সালে ভারতের আরেক কোম্পানির সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় প্রাণ হারায় ১৪১ জন শিশু।
ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রতিবেদন তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ওষুধের মান নিয়ন্ত্রণ আরও কঠোর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: রয়টার্স