অধ্যক্ষের অনুরোধে সড়ক অবরোধ প্রত্যাহার করলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:০৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

রাজধানীর ব্যস্ত সায়েন্সল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা অবশেষে ক্যাম্পাসে ফিরে গেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটে কলেজ অধ্যক্ষের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়, যার ফলে বন্ধ থাকা যান চলাচল আবারও স্বাভাবিক হয়।
এর আগে সকাল থেকেই শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জমায়েত হয়ে অবস্থান নেয়। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধনের দাবি জানাতে থাকে এবং স্লোগান দেয়।
শিক্ষার্থীদের আশঙ্কা, আইনটির বর্তমান খসড়া অনুসরণ করলে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট (উচ্চমাধ্যমিক) শাখা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এটি বাস্তবায়িত হলে দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শত বছরের ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে।
এই আন্দোলনের পেছনে আরও একটি কারণ ছিল সোমবার (১৩ অক্টোবর) কলেজ চত্বরে ঘটে যাওয়া উত্তেজনাকর একটি ঘটনা। সেদিন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত কার্যকর করার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি থেকে হাতাহাতির সৃষ্টি হয়।
ঘটনার একপর্যায়ে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে একজন শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে এনে কমনরুমে আটকে রাখেন। এরপর খবর পেয়ে আরও শিক্ষার্থীরা এসে প্রশাসনিক ভবন ঘেরাও করে সেই শিক্ষার্থীকে মুক্ত করে নিয়ে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শেষ পর্যন্ত অধ্যক্ষের হস্তক্ষেপে উত্তেজনা কিছুটা প্রশমিত হয় এবং শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।