তামিম ইকবালের অনুপস্থিতি ছাপ ফেলেছে বিসিবি নির্বাচনে


তামিম ইকবালের অনুপস্থিতি ছাপ ফেলেছে বিসিবি নির্বাচনে

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তার সঙ্গে আরও ১৫ জন প্রার্থীও ভোটের বাইরে রয়েছেন।

তামিমের প্রার্থিতা প্রত্যাহারের খবরটি অন্যান্য প্রার্থীদের মধ্যে দুঃখ ও আফসোসের সৃষ্টি করেছে।

ঢাকা মেরিনার ইয়াং ক্লাবের কাউন্সিলর শানিয়ান তানিম বলেছেন, আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওনার (তামিম) থাকা উচিত। আমরা একসাথে স্বপ্ন দেখেছিলাম। যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন শুধু তামিম নয়, অনেক যোগ্য প্রার্থী ছিলেন, যারা পরিচালক হিসেবে থাকা ডিজার্ভ করতেন।

ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদে প্রার্থী দেবব্রত পাল সাংবাদিকদের জানান, তামিম ইকবালসহ আমাদের সাবেক অধিনায়করা দীর্ঘদিন একসাথে কাজ এবং খেলার সুবাদে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক রাখেন। তামিমের অনুপস্থিতি আমাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত কষ্ট দিয়েছে। এ ধরনের পরিস্থিতি কখনো কাম্য নয়।

ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে প্রার্থী লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুতফর রহমান বাদল বলেন, তামিম-ফাহিমরা থাকলে নির্বাচন আরও ভালো হতো। ক্রিকেটের উন্নতির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। এককভাবে কেউ সব কিছু করতে পারবে না। যদি সুযোগ থাকতো, দুই পক্ষ মিলে নির্বাচন করলে আরও ফলপ্রসূ হতো। বাংলাদেশ ক্রিকেটের জন্য সংগঠক, ক্রিকেটার ও সাবেক ক্রিকেটার সবাইই প্রয়োজন।

এদিকে, আগামী ৪ অক্টোবর শনিবার মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন সংগঠক ও কাউন্সিলররা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×