এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:৫৩ এম, ০৪ অক্টোবর ২০২৫

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। রুদ্ধশ্বাস এই জয় নিশ্চিত করেছেন নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
শেষে জয়ের জন্য মাত্র ৬ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল দুই রান। আফগান বোলার আজমতউল্লাহর প্রথম বল লং অনে ছক্কায় পাঠিয়ে জয় নিশ্চিত করেন শরিফুল। ফলে বাংলাদেশ লক্ষ্য পূর্ণ করে মাত্র ৫ বল বাকি রেখেই।
বাংলাদেশ ১৪৭ রানের টার্গেট পার করে ৮ উইকেট হারিয়ে। এই জয়ের ফলে টাইগাররা তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে ট্রফি নিশ্চিত করেছে।
শেষ মুহূর্তের নায়করা:
শরিফুল ইসলাম ৬ বলে ১১ রান অপরাজিত থাকেন। তার আগে ম্যাচের শুরুতেই আফগান ব্যাটসম্যানদের বড় শট খেলতে বাধা দিয়েছেন। ডেথ ওভারে তিনি ফিরিয়েছেন আফগান দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রহমানউল্লাহ গুরবাজকে (৩০ রানের ইনিংস)।
বোলিং:
আফগানিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানে আটকে রাখার ক্ষেত্রে নাসুম আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নাসুম ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন, সাইফউদ্দিন ৪ ওভারে ২২ রান দিয়ে উইকেট না পেলেও কার্যকর বোলিং করেন।
ম্যাচের ধারা:
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান টস হেরে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৩৫ রান তোলার পর রিশাদ হোসেন আতালকে ১৯ বলে ২৩ রান করে আউট করেন। এরপর ইবরাহিম জাদরান ও গুরবাজ কার্যকরী জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। শেষদিকে নবী ও আজমতউল্লাহ যোগ দিয়ে দলকে ১৪৭ রানে শেষ করেন। আফগানিস্তানের জন্য আজমতউল্লাহ ৪ উইকেট, রশিদ খান ২ উইকেট নেন।
বাংলাদেশের ইনিংস শুরু হয় ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের দ্রুত আউটের সঙ্গে। তৃতীয় উইকেটের জন্য শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিক জুটি গড়ে ৩২ রান যোগ করেন। এরপর নুরুল হাসান সোহান ও শামীম দলের ইনিংস সামলে নেন। শামীম আউট হন ১০২ রানের মাথায়। সোহান ক্রিজে থেকে ২১ বলে ৩১ রান অপরাজিত থাকেন, সঙ্গে ছিলেন শরিফুল ইসলাম, ৬ বলে ১১ রান অপরাজিত।
শেষের এই দমবন্ধানো জুটি বাংলাদেশের জয়ের সঙ্গে সিরিজও নিশ্চিত করেছে।