পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের


পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসগড়া দিন। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিগার সুলতানার নেতৃত্বে দুর্দান্ত জয় পেয়েছে লাল-সবুজের দল। মাত্র ১৩০ রানের লক্ষ্য তাড়া করে ১১৩ বল হাতে রেখেই ৭ উইকেটে সহজ জয় তুলে নেয় তারা।

ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বাঁহাতি ওপেনার রুবিয়া হায়দার। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত দৃঢ়তায় ব্যাট করে ৭৭ বলে ৮টি চারসহ অপরাজিত ৫৪ রান করেন তিনি। তার সঙ্গী হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৩ ও তরুণ ব্যাটার সোবহানা মোস্তারী ২৪ রান যোগ করেন। বিশেষ করে নিগার-রুবিয়ার ৬২ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এর আগে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভয়াবহ ভুল প্রমাণিত হয়। ইনিংসের প্রথম ওভারেই তরুণ পেসার মারুফা আক্তার ফিরিয়ে দেন সিদরা আমিন ও ওমাইমা সোহেলকে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।

বল হাতে সবচেয়ে বিধ্বংসী ছিলেন স্পিনার শর্না আক্তার। তিনি মাত্র ৩.৩ ওভারে ৫ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। এছাড়া মারুফা ও নাহিদা নেন ২টি করে, আর রাবেয়া, ফাহিমা ও নিশিতা ভাগ করে নেন ১টি করে উইকেট। পাকিস্তান শেষ পর্যন্ত গুটিয়ে যায় ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে।

পাকিস্তানের ব্যাটারদের মধ্যে রামিন শামিম সর্বোচ্চ ২৩ রান করেন। ফাতিমা সানা করেন ২২। তবে শেষ দিকে ডায়ানা বেগের ছোট্ট ১৬ রানের ইনিংস দলকে কিছুটা লড়াইয়ে রাখে।

বাংলাদেশের এই জয়ে স্পষ্ট হয়েছে দলীয় সমন্বয়ের শক্তি—বোলারদের দারুণ সূচনার পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে এসেছে সহজ জয়। নিগার সুলতানাদের এই জয় কেবল বিশ্বকাপ অভিযানের শুভ সূচনাই নয়, বরং সামনে বড় চ্যালেঞ্জের জন্য আত্মবিশ্বাসও জোগাবে।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) – রামিন শামিম ২৩, ফাতিমা সানা ২২; শর্না আক্তার ৩-৫, মারুফা ২-২২
বাংলাদেশ: ১৩৩/৩ (৩১.১ ওভারে) – রুবিয়া হায়দার ৫৪*, সোবহানা মোস্তারী ২৪; ফাতিমা সানা ১-২২

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×