আসর শুরুর আগেই মুস্তাফিজকে ছেড়ে দিল ক্যাপিটালস
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৯ পিএম, ০২ অক্টোবর ২০২৫

আইএল টি-টোয়েন্টি শুরু হওয়ার আগেই সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালসের দলে জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে লুক উডের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল। তবে আসরের আগে তাকে ছেড়ে দিয়েছে দলটি।
দুবাই ক্যাপিটালস ইতোমধ্যেই মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কেন মুস্তাফিজ খেলছেন না। ধারণা করা হচ্ছে, একই সময়ে চলা বিপিএলের কারণে এনওসি পাননি ফিজ, তাই তার জায়গায় নতুন খেলোয়াড় নেওয়া হয়েছে।
মুস্তাফিজ না থাকলেও বাংলাদেশের দুই ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলবেন। নিলামে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।
সাকিব প্রথম ডাকে বিক্রি না হলেও দ্বিতীয় ডাকে এমআই এমিরেটস তাকে দলে নিয়েছে। ৪০ হাজার ডলারে সাকিবের দল ঠিক হয়েছে।
অন্যদিকে, তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে ফ্র্যাঞ্চাইজিটি দলে অন্তর্ভুক্ত করেছে।