ঢাকাকেন্দ্রিক উন্নয়ন বন্ধ করে দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের


ঢাকাকেন্দ্রিক উন্নয়ন বন্ধ করে দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের

ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নীতির সমালোচনা করে সারাদেশে পরিকল্পিত নগর গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় পর্যায়ে সমন্বিত শহরায়ণ ও পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নের লক্ষ্য নিয়েই সামনে এগোতে চান তিনি।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে রোববার, ৫ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তারেক রহমান বিএনপির ৩১ দফা কর্মসূচিকে একটি সমাধানমূলক রোডম্যাপ হিসেবে তুলে ধরেন। এতে তিনি সুষম নগরায়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজনকে উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, “ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নীতি বন্ধ করে দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ে তোলা হবে। যাতে প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হতে পারে।”

তারেক রহমানের ভাষ্যে উঠে আসে, বিএনপির ২৯ দফা পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। একইসঙ্গে ৩১ দফায় গুরুত্ব পেয়েছে পরিকল্পিত নগর উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ।

তিনি আরও বলেন, “একটি বাসস্থান হলো মানুষের মৌলিক অধিকার। আমাদের সকলেরই নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সুরক্ষিত বাসস্থান পাওয়ার অধিকার রয়েছে। গ্রামাঞ্চল, শহর, নদী ও বন; সবকিছুই একত্রে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে।”

তারেক রহমান মনে করেন, টেকসই পরিকল্পনা ছাড়া উন্নত জীবনযাত্রা গড়ে তোলা সম্ভব নয়। অপরিকল্পিত নগর বিস্তার ও জলবায়ু সংকটের মুখে এখনই সাহসী সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তার পরিকল্পনার অংশ হিসেবে ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে একটি উদ্যোগ চালুর ঘোষণা দেন তারেক রহমান। এ প্রকল্পের আওতায় দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, নদী পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন, টেকসই কৃষি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ব্লু ইকোনমির বিস্তারের মাধ্যমে যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের পথ তৈরির কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমরা দেশের বাসস্থান রক্ষা করব এবং ভবিষ্যত সংরক্ষণে উদ্যোগ নেব।” সবশেষে তিনি সবাইকে একযোগে কাজ করে একটি সবুজ, টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×