যেভাবে দেখবেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:০৮ পিএম, ০২ অক্টোবর ২০২৫

এশিয়া কাপের পরও দেশে ফেরা হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এবার একই ভেন্যু, তবে নতুন চ্যালেঞ্জ; সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হচ্ছে টাইগাররা। আজ, ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার সম্প্রচার ঘিরে কৌতূহল তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর, এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে দুটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল - টি স্পোর্টস এবং নাগরিক টিভি। উভয় চ্যানেলে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ লাইভ দেখা যাবে। অনলাইনে যারা খেলা দেখতে আগ্রহী, তাদের জন্য রয়েছে ট্যাপম্যাড অ্যাপের সুবিধা।
আফগানিস্তানে ম্যাচগুলো দেখা যাবে লেমার, মবি গ্রুপ এবং মাই ইতিসালাত আফগান টিভি চ্যানেলের মাধ্যমে। পাকিস্তানের দর্শকদের জন্য খেলা সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস এবং জিও সুপার। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে তামাশা এবং মাইকোতেও খেলা লাইভ দেখা যাবে। ভারতের দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন ফ্যানকোডে।
বিশ্বের অন্যান্য দেশে থাকা দর্শকদের কথা মাথায় রেখে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিনামূল্যে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। অর্থাৎ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া বিশ্বের যেকোনো প্রান্তে বসে প্রবাসী বাংলাদেশিরা ইউটিউবে সরাসরি ম্যাচ দেখতে পারবেন।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে - তারিখগুলো ২, ৩ ও ৫ অক্টোবর। এরপর সিরিজের ওয়ানডে পর্ব অনুষ্ঠিত হবে আবুধাবিতে, যেখানে ৮, ১১ ও ১৪ অক্টোবর মাঠে নামবে দুই দল।
আসন্ন এই সিরিজকে ঘিরে উত্তেজনা যেমন তুঙ্গে, তেমনি দর্শকরা প্রস্তুত হয়ে আছেন পছন্দের মাধ্যমে খেলা উপভোগের জন্য।