আনচেলত্তির স্কোয়াডে নেই নেইমার, ফিরলেন ভিনিসিয়াস-রদ্রিগো


আনচেলত্তির স্কোয়াডে নেই নেইমার, ফিরলেন ভিনিসিয়াস-রদ্রিগো

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে ফিফা উন্ডোতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কোচ আনচেলত্তি ঘোষণা করেছেন ২৬ সদস্যের স্কোয়াড, যেখানে নেইমার না থাকলেও ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েস।

সমর্থকরা নেইমারের ফেরা নিয়ে আশাবাদী হলেও, বাস্তবতা ভিন্ন। গত বছরের অক্টোবরে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর চোট যেন পিছু ছাড়ছে না নেইমারের। ক্লাবে ফিরে মাঠে নামলেও, জাতীয় দলের জন্য স্কোয়াড ঘোষণার সময়ই চোটের ফাঁদে পড়ছেন তিনি। যার ফলশ্রুতিতে তাকে দলে রাখা হয়নি।

সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে দলে না থাকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েস এই স্কোয়াডে ফিরে এসেছেন। আনচেলত্তি এ পর্যন্ত তিনবার ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন এবং এই প্রথম তিনি রদ্রিগোকে অন্তর্ভুক্ত করলেন।

নেইমারের সঙ্গে ব্রাজিল স্কোয়াডে অনুপস্থিত আরও কয়েকজন তারকা। চোটের কারণে বাদ পড়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার, উইঙ্গার রাফায়েল রাফিনিয়া এবং ডিফেন্ডার মার্কিনিয়োস। অ্যালিসন, রাফিনিয়া ও মার্কিনিয়োস সবাই চোটের কারণে বর্তমানে খেলার বাইরে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এর ঘোষণা অনুযায়ী, এই প্রীতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে। বিশ্বকাপের বাছাইপর্বের টেবিলে আপাতত ব্রাজিল পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: বেন্তো, এডারসন, হুগো সোসা

ডিফেন্ডার: কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×