৫০ লাখে এমিরেটসে সাকিব, এক কোটিতে শারজাহতে তাসকিন


৫০ লাখে এমিরেটসে সাকিব, এক কোটিতে শারজাহতে তাসকিন

আইএল টি-টোয়েন্টির আসন্ন আসরে বাংলাদেশ থেকে আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার নিলামে যুক্ত হলেন আরও দুই তারকা ক্রিকেটার—অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

মঙ্গলবার (১ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে প্রথম ডাকেই বিক্রি হয়নি সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে ভিড়িয়ে নেয় এমআই এমিরেটস। তাকে দলে নিতে খরচ হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার।

অন্যদিকে, বাংলাদেশের গতিময় পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। তার জন্য খরচ করেছে ৮০ হাজার মার্কিন ডলার।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলাম থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার, অর্থাৎ মোট ৭৮ জন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য বরাদ্দ বাজেট ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, গত মৌসুমে আইপিএলে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবারের আইএল টি-টোয়েন্টিতে তাকে দেখা যাবে একই মালিকানাধীন দলের হয়ে—দুবাই ক্যাপিটালসের জার্সিতে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×