বিসিবি নির্বাচন

‘সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে’


‘সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের আগে নাটকীয় মোড় নিয়েছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, আর এর পেছনে সরাসরি সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তারা।

বুধবার দুপুর ১২টার মধ্যে ছিল প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়। নির্ধারিত সময়ের আগেই একে একে সরে দাঁড়ান সংশ্লিষ্ট প্রার্থীরা। এরপর এক সংবাদ ব্রিফিংয়ে বিসিবির কাউন্সিলর ও প্রার্থী ইসরাফিল খসরু জানান, তারা যে নির্বাচন প্রত্যাশা করছিলেন, সেটির ন্যূনতম পরিবেশও নেই।

খসরু বলেন, "বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। নির্বাচনের কোন পরিবেশ এখানে নেই। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের কোন নির্বাচন আমরা চাই না। সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে। আপাতত এটুুকুই বলতে পারি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব আমরা।"

প্রার্থিতা প্রত্যাহারকারীদের মধ্যে ক্যাটাগরি-২ থেকে সরে দাঁড়ানোদের সংখ্যা সর্বাধিক। তামিম ইকবাল ছাড়াও এই তালিকায় রয়েছেন সাইদ ইবরাহিম আহমেদ, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল হোসেন পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, তৌহিদ তারেক এবং সাব্বির আহমেদ রুবেল। এছাড়া ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ক্যাটাগরি-৩ থেকে সরে দাঁড়িয়েছেন সিরাজ উদ্দিন মো. আলমগীর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×