বিসিবির নির্বাচন নিয়ে মুখ খুললেন ইশরাক হোসেন


বিসিবির নির্বাচন নিয়ে মুখ খুললেন ইশরাক হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে সরাসরি মুখ খুলেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি নির্বাচনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

পোস্টে তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে বিসিবি নির্বাচনের বিষয়ে নানা কথা বলা হয়েছে। তবে নির্বাচন প্রভাবিত না করার জন্য আগে কোনো পাবলিক প্ল্যাটফর্মে মন্তব্য করিনি। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও আমি কৌশলী অবস্থান নিয়েছিলাম। আজ কয়েকটি বিষয় বলছি, কারণ সব কিছু খুলে বললে অনেকের জন্য অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে।

ইশরাক হোসেন আরও বলেন, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ছেলেরা ক্রিকেট বোর্ডে আসার চেষ্টা করেছিলেন দেশ ও জাতির জন্য অবদান রাখার উদ্দেশ্যে। আমাদের সকলের ভালোবাসা ও গৌরবের জায়গা ক্রিকেট। কিন্তু কিছু লোক এমনভাবে মন্তব্য করেছেন, যেন রাজনীতিবিদ বা তাদের পরিবারের সদস্যদের ক্রীড়া সংগঠক হওয়া কোনো বিশাল কেলেঙ্কারি বা আইন লঙ্ঘন।

তিনি আরও উল্লেখ করেন, যারা নির্বাচন করতে চেয়েছিলেন, তাদের প্রত্যেককে আমি ভালোভাবে চিনি। তারা ক্রীড়া ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন সংগঠক বা অর্থায়নের মাধ্যমে। ক্লাবগুলো তাদের কাউন্সিলরশিপ দিয়েছে। বর্তমানে কিংস পার্টি নামে পরিচিত গোষ্ঠীর প্রভাবে উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করে বিভিন্ন জেলার নির্বাচিত কাউন্সিলরদের নিয়োগ দিয়েছেন। কিছু ডিসিকে অকথ্য ভাষায় হুমকিও দেওয়া হয়েছে। তবে প্রার্থীরা অত্যন্ত যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং ক্রিকেটে অবদান রাখার সুযোগ চেয়েছিলেন জাতীয় ও জেলা পর্যায়ে।

ইশরাক হোসেন আরও বলেন, একটি পূর্বনির্বাচনী পদ্ধতি ব্যবহার করে নিজেদের কাউন্সিলর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অন্যদের বৈধ কাউন্সিলরশিপ বাদ দেওয়া হয়েছে। বোর্ডে নিজেদের আধিপত্য কায়েম করার জন্য কিংস পার্টি এই ব্যবস্থা করেছে। কতটুকু সফল হবে এবং কতটুকু টিকে থাকবে
 কিছু মাসের মধ্যে দেখা যাবে। বিএনপি পরিবারের সদস্যরা ১৭ বছর যাবত বৈষম্যের শিকার হয়েছেন, শুধুমাত্র এজন্য যে তারা বিএনপির সঙ্গে সংযুক্ত। এখন বর্তমান সরকারের এক বা একাধিক উপদেষ্টা সেই পদ্ধতি অনুসরণ করছেন।

শেষে তিনি বলেন, তারা বলে বিএনপি লোকজন বিসিবিতে কী করে?’ বা ‘ক্রীড়াঙ্গনে বিএনপির কী কাজ? মহান আল্লাহ চাইলে প্রবাসী ও দেশের এই প্রার্থীদের কাজ এবং অবদান শিগগিরই দৃশ্যমান হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×