বিসিবি নির্বাচন

তামিম সরে যাওয়ায় বুলবুল সভাপতি নাকি আরও নাটকীয়তা


তামিম সরে যাওয়ায় বুলবুল সভাপতি নাকি আরও নাটকীয়তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে উত্তাপ ধীরে ধীরে কমে আসছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের কয়েকজন হঠাৎ মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় পাল্টে গেছে পুরো নির্বাচনী চিত্র।

শুরুর দিকে সভাপতি পদে তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলকে ঘিরেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে নানা সমীকরণে পিছিয়ে পড়ছিলেন তামিম। শেষ পর্যন্ত তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ান। এতে বুলবুলের সভাপতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। যদিও বিসিবি নির্বাচনে হঠাৎ রং বদলের প্রবণতা থাকায় শেষ মুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন হলেও বিস্ময়ের কিছু থাকবে না।

নিয়ম অনুযায়ী ২৩ জন নির্বাচিত পরিচালক ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুইজন পরিচালক নির্বাচনের পরই সভাপতি নির্বাচন হবে। ক্রিকেট মহলে গুঞ্জন রয়েছে, বুলবুল কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন নাকি অপসারিত সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রার্থী হিসেবে হাজির হবেন।

তামিম ও বুলবুলকে ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন ক্লাব ক্যাটাগরি থেকে দৃশ্যপটে আসেন ফারুক আহমেদ। এর পরপরই নতুন সমীকরণ তৈরি হয়। কারণ তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা সরে দাঁড়ানোয় ক্লাব ক্যাটাগরির নিয়ন্ত্রণ কার্যত ফারুকের হাতে চলে গেছে। বিসিবির ২৫ পরিচালক পদের মধ্যে ১২টিই ঢাকার ক্লাব ক্যাটাগরির আওতায়।

ফারুককে নিয়েই এবার সবচেয়ে বেশি রহস্য। কয়েক মাস আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাকে পরিচালক পদে অপসারণ করা হয়েছিল। তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান এবং বিসিবি ছাড়ার সময় কয়েকজন পরিচালক ও উপদেষ্টার সমালোচনাও করেছিলেন। অথচ এখন আবার তিনিই পরিচালক হতে দৃঢ়প্রতিজ্ঞ, যা অনেকে রহস্যজনক হিসেবেই দেখছেন।

ঢাকার ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা পড়েছিল ৩০টি। পরে ফারুক আহমেদের করা একটি রিটে আরও দুই প্রার্থী বাদ পড়েন। সর্বশেষ তামিমসহ ১০ জন সরে দাঁড়ানোয় এখন ১৮ জন লড়ছেন ১২ পদের জন্য। ফলে এখানে ভোটাভুটি হলেও ফলাফল মোটামুটি অনুমেয়। ক্রিকেট মহল মনে করছে, ফারুক আহমেদ, মেজর (অব.) ইমরোজ আহমেদ, আমজাদ হোসেন, ইসতিয়াক সাদেক ও শানিয়ান তানিম প্রায় নিশ্চিতভাবেই নির্বাচিত হবেন।

আইনি লড়াইয়ের আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফারুক আহমেদের কাউন্সিলর ফরম নির্ধারিত সময়ের পর জমা নেওয়া হয়েছিল—এমন অভিযোগকে কেন্দ্র করে বিএনপিপন্থী সংগঠকদের পক্ষ থেকেও আদালতে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

অন্যদিকে জেলা-বিভাগীয় ক্যাটাগরিতে উত্তাপ কম। বরিশাল, খুলনা ও সিলেট থেকে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। ঢাকা বিভাগে নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুলের প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। ক্রিকেট মহলের মতে, ফাহিম ও বুলবুলের জয়ের সম্ভাবনাই বেশি। চট্টগ্রাম বিভাগে প্রার্থী সংকট থাকায় আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। রাজশাহী ও রংপুর বিভাগে হবে ভোটাভুটি।

ক্যাটাগরি-৩ এ-ও একই চিত্র। সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীরও মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এখানে একমাত্র পরিচালক পদে লড়াই হচ্ছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পালের মধ্যে। তবে গঠনতান্ত্রিক কারণে এই প্রতিদ্বন্দ্বিতা খানিকটা প্রতীকীই বলা যায়। কারণ ৪৫ ভোটের মধ্যে ১৫ ভোটই রয়েছে বিসিবির বিদ্যমান পরিচালকদের হাতে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×