আফগানিস্তান ম্যাচ নিয়ে যে পরিকল্পনা বাংলাদেশের
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫১ পিএম, ০১ অক্টোবর ২০২৫

এশিয়া কাপ শেষ হলেও এখনো দেশে ফেরেনি বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতেই টাইগাররা খেলবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ, যা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার।
সিরিজের শুরুতে মুখোমুখি হবে দুই দলের টি-টোয়েন্টি লড়াই। প্রথম ম্যাচকে সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক।
ব্যাটিং নিয়ে মূল মনোযোগ দেওয়ার কথা জানিয়ে জাকের বলেন, “চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা দল হিসেবে প্রত্যাশামতো খেলতে পারিনি। তাই এবার ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সের ওপরই জোর দিচ্ছি। যেহেতু এশিয়া কাপে ব্যাটিং নিয়ে ভুগতে হয়েছে, তাই এখানেই সবচেয়ে বেশি মনোযোগ রাখা হবে।”
এশিয়া কাপে দারুণ ছন্দে থাকা সাইফ হাসানকে নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। জাকের বলেন, “সাইফ হাসান খুব ভালো করছে। আমরা চাইব এই সিরিজেও সে বড় রান করুক। তার সঙ্গে অন্য ব্যাটাররাও যদি ভালো করে, তাহলে সিরিজটা আমাদের জন্য অনেক ইতিবাচক হবে।”
এদিকে ভিসা সমস্যার কারণে এখনো দলে যোগ দিতে পারেননি সৌম্য সরকার। তাকে নিয়েও আশাবাদী জাকের, “সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি এখানে ভিসার বিষয় কিছুটা জটিল। তবে তিনি প্রস্তুত আছেন। বিসিবি বিষয়টি দেখছে, সমাধান হলেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।”