মুকেশ আম্বানি আবারও ভারতের শীর্ষ ধনী, দ্বিতীয় স্থানে আদানি


মুকেশ আম্বানি আবারও ভারতের শীর্ষ ধনী, দ্বিতীয় স্থানে আদানি

ভারতের ধনী তালিকায় আবারও শীর্ষে উঠে এলেন রিলায়ান্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। গৌতম আদানিকে টপকে ফের প্রথম স্থানে জায়গা করে নিলেন তিনি। ফলে আদানি গ্রুপের কর্ণধর এবার নেমে গেলেন দ্বিতীয় অবস্থানে।

কয়েক মাস আগেই শত শত কোটি রুপি ব্যয়ে ছেলের বিয়ে আয়োজন করে আলোচনায় আসেন মুকেশ আম্বানি। তবে সেই বিলাসবহুল আয়োজন তার সম্পদে কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং সম্পদের পরিমাণ আরও বেড়ে তিনি আবারও দেশের শীর্ষ ধনী হয়ে উঠেছেন।

বুধবার (১ অক্টোবর) প্রকাশিত M3M হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫–এ এ তথ্য উঠে এসেছে।

তালিকা অনুযায়ী, আম্বানি পরিবারের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯.৫ লক্ষ কোটি রুপি, যা তাকে শীর্ষে ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে, গৌতম আদানির মোট সম্পদ এখন ৮ লক্ষ কোটির কিছু বেশি।

উল্লেখ্য, ২০২৪ সালে আম্বানিকে পেছনে ফেলে ভারতের শীর্ষ ধনী হয়েছিলেন গৌতম আদানি। তখন তার সম্পদের পরিমাণ জানানো হয়েছিল ১১.৬ লক্ষ কোটি রুপি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×