তামিমের পাশাপাশি বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যে ‘হেভিওয়েট’ প্রার্থীরা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০২:৪৭ পিএম, ০১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের মাঠে এবার হঠাৎ করেই দেখা গেল একাধিক ‘হেভিওয়েট’ প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনা, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঘটে যাওয়া এই পরিবর্তন আগামী ৬ অক্টোবরের নির্বাচনকে ঘিরে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনা।
বুধবার ছিল বিসিবি নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত শেষ দিন। ঠিক সেই সময়েই নিজের অবস্থান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিমসহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী নাম। এতে নির্বাচনের দৃশ্যপটেই বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তামিম ইকবাল বলেন, ‘আমি সহ আমরা ১৪-১৫ জনের মতো আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি। আপনারা যখন ইসি চূড়ান্ত তালিকা দেবে, তখন সে তালিকা দেখলেই বুঝবেন যারা সরে গেছেন তাদের সবাই হেভিওয়েট।’ তিনি আরও বলেন, ‘এটা আমাদের মতো করে আমাদের প্রতিবাদ যে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না। বাংলাদেশের ক্রিকেট এটা ডিজার্ভ করে না। দেশের ক্রিকেট ভক্তরাও এটা ডিজার্ভ করেন না।’
তামিমের পাশাপাশি যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন, তাদের মধ্যে রয়েছেন ক্যাটাগরি-২ এর প্রার্থীরা: সাইদ ইবরাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস এবং সাব্বির আহমেদ রুবেল।
অন্যদিকে, ক্যাটাগরি-১ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন মীর হেলাল। ক্যাটাগরি-৩ থেকে সরে দাঁড়িয়েছেন সিরাজ উদ্দিন আলমগীর।