সিরিজ শুরুর আগে রাজ্জাকের পদত্যাগে অবাক শান্ত
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:১২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচন প্যানেল থেকে হঠাৎ পদত্যাগ করেছেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক, যা বিস্ময়ের জন্ম দিয়েছে ক্রিকেট অঙ্গনে। আসন্ন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ঠিক আগে এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত নির্বাচক হাসিবুল হাসান শান্ত।
দীর্ঘ সময় ধরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে কাজ করা রাজ্জাক এবার বিসিবির নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে যাচ্ছেন। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে ক্যাটাগরি-১ থেকে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন তিনি।
রাজ্জাকের নির্বাচনী মাঠে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করে শান্ত বলেন, "এই সময় পদত্যাগ করাটা দলের গঠন প্রক্রিয়ায় কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। তবে আমি তার জন্য শুভকামনা জানাই।"
২ অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে দুই দলের মুখোমুখি লড়াই, যেখানে নির্বাচকদের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ। রাজ্জাকের বিদায়ে এমন একটি সময় নির্বাচক প্যানেল ঝুঁকিতে পড়তে পারে বলেও মনে করছেন শান্ত।
এই সিরিজ ঘিরে অন্য একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন অধিনায়ক লিটন দাস। পাঁজরের চোটে ভুগতে থাকা লিটনের খেলা এবং অধিনায়কত্ব নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার অনুপস্থিতি দল নির্বাচন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিভিন্ন ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে ইতোমধ্যে জমা দিয়েছেন একাধিক প্রার্থী।
ঢাকা বিভাগ থেকে মনোনয়ন তুলেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যার পক্ষে ফরম নিয়েছেন মিনহাজ উদ্দিন খান। এছাড়া নাজমুল আবেদীন ফাহিম, আসিফ রাব্বানী, রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম, আম্পায়ার্স ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক সভাপতি ফারুক আহমেদ ও দেবব্রত পালসহ আরও কয়েকজন নির্বাচনী লড়াইয়ে নাম লেখিয়েছেন।
গতকাল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় চমক এনে দিয়েছেন ইফতেখার রহমান মিঠু। বিতর্কিত ক্লাব ‘ভাইকিংস ক্রিকেট একাডেমি’র হয়ে কাউন্সিলর হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের কারণে আগে বাদ পড়া ক্লাবগুলোর তালিকায় থাকা সত্ত্বেও ভাইকিংস আবার নির্বাচনে ফিরেছে, যার মধ্য দিয়ে পুনরায় নির্বাচনী বৈধতা পেলেন মিঠু।
আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজটি হবে মধ্যপ্রাচ্যের মরুর দেশে। টি-টোয়েন্টির পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর।