এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব


এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চাইলেও, নির্বাচনী বিধিমালায় এ প্রতীক না থাকায় দলটিকে সেটি বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘১৯ অক্টোবরের মধ্যে ইসির তপশিলের মধ্যে থাকা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। তা না হলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দিয়ে দেবে।’

তিনি জানান, এনসিপির সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়েছে। সেখানে দলটির পক্ষ থেকে ‘শাপলা’ প্রতীক নিয়ে অবস্থান জানতে চাওয়া হলে, কমিশন তাদের সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানিয়ে দেয়। ইসি সচিব বলেন, ‘শাপলা প্রতীকের বিষয়ে ইসি আগের অবস্থানেই আছে।’

এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘যেহেতু নির্বাচন বিধিমালায় নেই, তাই শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। যদি তারা প্রতীক না চায়, তাহলে কমিশনের বিবেচনায় আমরা প্রতীক বরাদ্দ দিয়ে দেবো। এনসিপি যদি এ মাসের ১৯ তারিখের মধ্যে নতুন প্রতীক জমা না দেয়, তাহলে এ বিষয়ে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে।’

ব্রিফিংয়ে প্রবাসী ভোটারদের বিষয়েও অগ্রগতির কথা তুলে ধরেন আখতার আহমেদ। তিনি বলেন, ইতোমধ্যে ১১টি দেশে ভোটার হালনাগাদের কাজ চলমান, এর সঙ্গে নতুন করে আরও চারটি দেশে এ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি, নভেম্বরের প্রথম সপ্তাহেই ‘ভোটার অ্যাপ’ চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

আগামী বছরের নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় সরঞ্জাম ফেব্রুয়ারির মধ্যেই হাতে চলে এসেছে বলেও জানান তিনি।

স্থানীয় পর্যবেক্ষকদের সহায়তা নিয়ে কাজ করায় সংবাদকর্মীদের ধন্যবাদ জানিয়ে ইসি সচিব বলেন, বর্তমানে ১২টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে সচিবালয় ও মাঠপর্যায়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে গণভোট বিষয়ে প্রশ্ন উঠলে আখতার আহমেদ বলেন, ‘গণভোট হবে কি হবে না এ বিষয় নির্বাচন কমিশনে এখনও কোনো কিছুই উপস্থাপন হয়নি।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×