১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক না নিলে ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে: সচিব
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:০৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৯ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন না করলে, কমিশন নিজেই দলটির জন্য একটি প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, 'এনসিপিকে নতুন প্রতীক চেয়ে আবেদন করতে ইসি চিঠি দিয়েছে। ১৯ অক্টোবরের মধ্যে তারা প্রতীক আমাদের কাছে না চাইলে ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে।'
এনসিপি দাবি করে আসছে, তারা যদি শাপলা প্রতীক না পায়, তাহলে নিবন্ধনের আগ্রহ হারাবে। এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, 'এটা তাদের বিষয়।'
শাপলা প্রতীক ইসির তালিকায় না থাকার কারণ জানতে চাইলে আখতার আহমেদ জানান, 'যেহেতু শাপলা আমাদের তালিকায় নেই, তাই দিতে পারিনি।'
জাতীয় প্রতীকের সঙ্গে সাদৃশ্য থাকার কারণেই কি শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কমিশন মনে করে শাপলা তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।'
সচিব আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নিচ্ছে। 'জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সব কার্যক্রম চলছে,' বলেন তিনি।
এ প্রস্তুতির অংশ হিসেবে ২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটি সমন্বয় বৈঠকেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আখতার আহমেদ।
গণভোট আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'গণভোটের বিষয়ে সরকার আমাদের কিছু জানায়নি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করব না।'