ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে নিষিদ্ধ করতে ফিফা ও উয়েফাকে তুরস্কের চিঠি
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ক্রীড়াঙ্গনে ব্যবস্থা নেওয়ার দাবি এবার উঠল ইউরোপেরই ভেতর থেকে। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে, ফুটবল বিশ্বে এক নজিরবিহীন পদক্ষেপের ডাক দিয়েছে তুরস্ক। দেশটির ফুটবল ফেডারেশন ফিফা ও উয়েফার কাছে চিঠি দিয়ে আহ্বান জানিয়েছে, আন্তর্জাতিক সব ধরনের ফুটবল প্রতিযোগিতা থেকে যেন ইসরায়েলকে নিষিদ্ধ করা হয়।
এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে, যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তালিকায় যুক্ত হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও পর্তুগালের মতো প্রভাবশালী দেশ। গাজার রক্তক্ষয়ী পরিস্থিতিতে বিশ্বব্যাপী ইসরায়েলবিরোধী চাপ বাড়ছে, আর তুরস্কই প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে ফুটবল ময়দানে সেটির প্রতিফলন ঘটালো।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে আল জাজিরা জানায়, তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু গত শুক্রবার ফিফা ও উয়েফাসহ আন্তর্জাতিক ফুটবল নেতৃত্বের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি স্পষ্ট করে বলেন, “এখন সময় এসেছে ফিফা ও উয়েফার কাজ করার।” তাঁর ভাষ্য অনুযায়ী, এই চিঠিতে বিশ্ব ও ইউরোপীয় ফুটবল পরিচালনাকারী সংস্থাগুলোর প্রতি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
হাজিওসমানোগলু আরও বলেন, “নাগরিক মূল্যবোধ ও শান্তিরক্ষক হিসেবে নিজেদের অবস্থান সত্ত্বেও ক্রীড়া দুনিয়া এবং ফুটবল প্রতিষ্ঠানগুলো লম্বা সময় ধরে নীরব রয়েছে।” তিনি আরও যুক্ত করেন, “এই মূল্যবোধগুলো দ্বারা পরিচালিত হয়ে আমরা গাজা ও তার আশেপাশের এলাকায় ইসরায়েলের অবৈধ (সম্পূর্ণ অমানবিক ও অগ্রহণযোগ্য হামলা) পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
বর্তমানে উয়েফা ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্য প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। সংস্থাটির ২০ সদস্যবিশিষ্ট নিয়ন্ত্রক কমিটি এই বিষয়ে ভোটাভুটিতে অংশ নিতে পারে, এবং পর্যাপ্ত সমর্থন মিললে ইসরায়েলকে ইউরোপিয়ান ফুটবল থেকে বহিষ্কার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইসরায়েলের জাতীয় ফুটবল দল ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে অংশ নিচ্ছে। তারা ‘আই’ গ্রুপে ইতালি, নরওয়ে, এস্তোনিয়া ও মলদোভার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এখন পর্যন্ত ৫ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি, যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা উল্লেখযোগ্য। ইসরায়েলের এসব কর্মকাণ্ডকে ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, এবং এবার সেই বিরোধিতার ঢেউ আছড়ে পড়েছে ফুটবল অঙ্গনেও।