জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরে ১০৪ জন, সফরসঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন


জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরে ১০৪ জন, সফরসঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে তাঁর এই সফরকে ঘিরে সফরসঙ্গীদের সংখ্যা ও গঠনতন্ত্র নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সফর-পুস্তিকা অনুযায়ী, ইউনূসের সফরসঙ্গী রয়েছেন ৬২ জন। কিন্তু সরকারি নথিপত্রে এই সংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ। এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন উপদেষ্টারা, নিরাপত্তা বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা এবং তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা।

রাজনৈতিক দল থেকে অংশ নেওয়া নেতারা হলেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, দলের সদস্য মোহাম্মদ নকিবুর রহমান (যুক্তরাষ্ট্র থেকে যুক্ত), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

নির্দলীয় অন্তর্বর্তী সরকারের এই সফরে রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা উঠেছে। অনেকেই মনে করছেন, আগের রাজনৈতিক সরকারের মতো এবারও বিদেশ সফরে বড় বহরের সংস্কৃতি বজায় রাখা হয়েছে।

২০২৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন ৫৭ জন। তখন সরকার ব্যয় সংকোচনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এবার সরকারি হিসাবে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ।

কেন দুই ধরনের তালিকা?

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্যাখ্যা অনুযায়ী, সফরের ক্ষেত্রে দুটি আলাদা তালিকা তৈরি করা হয়।

সফর-পুস্তিকা: এতে শীর্ষ নেতার সঙ্গে একই ফ্লাইটে যাওয়া ব্যক্তিদের নাম থাকে।

সরকারি তালিকা: এতে যুক্ত হন তাঁরা, যারা ভিন্ন ফ্লাইটে আসেন, পরে দলে যোগ দেন, বা অন্য কোনো দূতাবাস থেকে অস্থায়ীভাবে কাজ করতে আসেন।

এবার যেমন নিউইয়র্ক সফরে কাঠমান্ডু থেকে বিশেষ দায়িত্বে যুক্ত হয়েছেন কূটনীতিক শোয়েব আব্দুল্লাহ, যিনি আগে নিউইয়র্ক মিশনে কর্মরত ছিলেন।

পুস্তিকা ও সরকারি নথি অনুযায়ী সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন— চার উপদেষ্টা (আসিফ নজরুল, মো. তৌহিদ হোসেন, মুহাম্মদ ফাওজুল কবির খান ও আদিলুর রহমান খান), বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নিরাপত্তা বাহিনীর ১৯ সদস্য এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে ৪৭ জন।

আগের রাজনৈতিক সরকারগুলোর সময় জাতিসংঘ সফরে ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত যেতেন। ২০১৯ সালে শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন ২৯২ জন। তবে ২০০৭–০৮ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বহর ছিল তুলনামূলকভাবে ছোট।

এবার সফরে যুক্ত রাজনৈতিক নেতাদের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

সূত্র: প্রথম আলো

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×