সুপার ফোরেও ভারতের কাছে পাকিস্তানের পরাজয়


সুপার ফোরেও ভারতের কাছে পাকিস্তানের পরাজয়

দুবাইয়ে বদলার আশা নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি সালমান আলি আগাদের। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। এবার সুপার ফোরের ম্যাচে ভারত ৬ উইকেটে জয় লাভ করেছে।

ম্যাচের এক সময় মাত্র ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট নেওয়ার মাধ্যমে ভারতের জয় নিশ্চিত হতে পারে বলে মনে হয়েছিল, তবে শেষ পর্যন্ত পাকিস্তান তা করতে পারেনি। মরুভূমির মঞ্চে ঝড় তুলেছেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। তারা ৯ ওভারের মধ্যে ১০৫ রানের জুটি গড়ে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। গিল ৪৭ রানে আউট হওয়ার পর জুটি ভেঙে যায়।

২৮ বল খেলেও কোনো ছক্কা হাঁকাতে পারেননি গিল, তবে ৮টি চার মেরেছেন। আউট হওয়ার আগে অভিষেকের সঙ্গে মিলে পাকিস্তানি বোলারদের উপর বলি তাণ্ডব চালান তিনি। মাঠে চার-ছক্কা বৃষ্টি নামে। ফাহিম আশরাফের বলে বোল্ড হওয়ার আগে গিল ফিফটি করতে পারেননি, তবে অভিষেক করেছেন।

২৪ বলে অভিষেক ৭৪ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। ১৮৯.৭৪ স্ট্রাইকরেটে খেলতে গিয়ে তিনি টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ ছক্কার রেকর্ড গড়ে দেন। এই রেকর্ডের আগে ছিল ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার এভিন লুইসের, যিনি ৩৩১ বলে ৫০ ছক্কা হাঁকিয়েছিলেন।

অভিষেকের আউট হওয়ার পর ভারত আরো দুই উইকেট হারায়। অধিনায়ক সূর্যকুমার যাদবের ডাক শুনে ১৩ রানে ফেরেন সঞ্জু স্যামসন।

জয়ের বাকি কাজটি সম্পন্ন করেন তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। তিলক ৩০ রান করেন, আর হার্দিক ৭ রানে অপরাজিত থাকেন। ভারত ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায়। ম্যাচ শেষে ভারতের দুই ব্যাটার পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি এবং মাঠ ছাড়েন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন হারিস রউফ।

এই জয়ে ভারত একটি রেকর্ড গড়েছে। পাকিস্তানের বিরুদ্ধে টানা ষষ্ঠ জয় অর্জন করেছে ভারত। এর আগে দুই দলের মুখোমুখি সিরিজে দুই পক্ষই টানা ৫ জয় পেয়েছিল। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেও ভারত পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল, তখন বল ছিল ২৫টি বাকি।

পাকিস্তান ম্যাচ শুরু ভালো করলেও শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ ৫৮ রান করেন দুইবার ‘জীবন’ পাওয়া ওপেনার শাহিবজাদা ফারহান। তার ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছয়, কিন্তু তা কাজে আসে না। ভারতের পক্ষে শিবম দুবে সর্বোচ্চ ২ উইকেট নেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×