শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:২০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫

সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জৌলুস। রোববার (২১ সেপ্টেম্বর) গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে লাল-সবুজরা। প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশের জয়যাত্রা শুরু হয়েছিল।
আজকের জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্স আপের সঙ্গে মুখোমুখি হবে। ‘বি’ গ্রুপে ইতোমধ্যে ভারত ও পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ সেরা নির্ধারণের ম্যাচ আগামীকাল হবে, যা শেষে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে। দুই সেমিফাইনাল ২৫ সেপ্টেম্বর এবং ফাইনাল ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
ম্যাচের ১৮ মিনিটে আরিফ প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। নাজমুল হুদা ফয়সালের শট প্রতিহত করলেও আরিফ শট নেওয়ার সুযোগ নিয়ে বল জালে পাঠান। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের চার গোলের জোয়ার অব্যাহত থাকে। কাজী রিফাত দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেন। ৪৮ মিনিটে তিনি বক্সের ডান দিক থেকে কোণাকুনি শটে বল জালে পাঠান। ৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট গোলরক্ষক আংশিক সেভ করলে ফিরতি বলে রিফাত দ্বিতীয় গোল করেন। ৮৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ফয়সালের কাছে পাওয়া বল পায়ে নিয়েই তিনি দলের চূড়ান্ত ৪-০ জয় নিশ্চিত করেন।
এ বিজয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে বাংলাদেশের সেমিফাইনাল আশা আরও জোরালো হয়েছে।