ম্যাচ হেরে শ্রীলঙ্কার অজুহাত, প্রশংসা মুস্তাফিজের
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪০ এম, ২১ সেপ্টেম্বর ২০২৫

গ্রুপপর্বে বড় ব্যবধানে হারলেও সুপার ফোরে নতুন উদ্যমে শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দেখায় সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং ঝলকে ৪ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
তবে হার সত্ত্বেও বাংলাদেশি বোলারদের প্রশংসা করতে ভোলেননি লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা মোমেন্টাম পেয়েছিলাম। তবে চারিথ (আসালাঙ্কা) আউট হওয়ার পর সেটা হারিয়ে ফেলি। বিশেষ করে ফিজ ও তাসকিন শেষ ওভারগুলোতে দারুণ বল করেছে। আমরা ১৮০ রান আশা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কিছুটা কম হয়েছে।”
দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেটে তোলে ১৬৮ রান। উইকেটে আরও ১০ থেকে ১৫ রানের ঘাটতি ছিল বলেও মনে করেন শানাকা। তার ভাষায়, “এখানে আমি অনেক ম্যাচ খেলেছি। উইকেটও বেশ ভালো ছিল। বড় কোনো ভুল হয়নি। খেলার মানও ভালো ছিল। তবে ১০-১৫ রান কম হয়েছে।”
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। নির্ধারিত ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। প্রতিপক্ষ ব্যাটারদের চাপ সামলানোর কৃতিত্বও গেছে তার ঝুলিতে। তাই শানাকা স্পষ্টভাবেই মুস্তাফিজকে কৃতিত্ব দিলেন, “মুস্তাফিজ ক্লাস। আইপিএল খেলে, দেশের হয়ে প্রায় ১০ বছর ধরে খেলছে। এই ম্যাচে ওর কাছে হার মেনে নেওয়ার মতো কিছু নেই। ওকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।”