শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের গ্রুপপর্বে তিন ম্যাচ খেলে দুটি জয় এবং একটি হার নিয়ে বাংলাদেশের সুপার ফোরে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হার টাইগারদের পথ খুলে দেয় পরবর্তী পর্বে যাওয়ার।

আজ সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই সুপার ফোরের মিশন শুরু করছে লিটন দাসের দল। ফাইনালে জায়গা করে নিতে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ হওয়ায় প্রথম ম্যাচ থেকেই সর্বোচ্চ চেষ্টায় নামছে বাংলাদেশ।

ম্যাচ শুরুর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জায়গায় দলে এসেছেন শেখ মাহেদী ও শরিফুল ইসলাম।

বিস্তারিত আসছে...

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×