বাংলাদেশ দলের শক্তি ও দুর্বলতা জানি: লঙ্কান কোচ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:০৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দ্বন্দ্ব ভুলে একদিন আগেই শ্রীলঙ্কার সমর্থক হয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার সেই শ্রীলঙ্কাই এশিয়া কাপের সুপার ফোরে টাইগারদের প্রথম প্রতিপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন লঙ্কানদের ব্যাটিং কোচ থিলানা কানদাম্বি। গ্রুপ পর্বে যেখানে বাংলাদেশ তাদের সঙ্গে পাল্লাই দিতে পারেনি, সেখানে সুপার ফোরের লড়াই শুরুর আগে বাংলাদেশ দলকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি।
কানদাম্বি বলেন, আমরা গত তিন-চার মাসে বাংলাদেশের সঙ্গে চার–পাঁচটি ম্যাচ খেলেছি। তাদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ভালো ধারণা আছে। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা কঠিন লড়াই করবে। বাংলাদেশ খুবই ভালো দল। আশা করছি, আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হবে।
তিনি আরও যোগ করেন, ক্রিকেটের প্রসঙ্গে বললে, বাংলাদেশ এখন শক্তিশালী একটি দল। গত কয়েক মাস ধরে তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। তাই আমাদের খেলোয়াড়রা তাদের খুব ভালোভাবেই চেনে। আমরা তাদের দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করবো।
আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করতে নামবে লঙ্কানরা। কানদাম্বির ভাষায়, বাংলাদেশ গত ছয় মাস ধরে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলছে। আমাদের ছেলেরা যদি নিজেদের পরিকল্পনা সঠিকভাবে কার্যকর করতে পারে, আমরা জয়ের আশা রাখি।