বিসিবি পরিচালক হলে আর খেলবেন না তামিম


বিসিবি পরিচালক হলে আর খেলবেন না তামিম

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হলে তিনি পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে এখনও সক্রিয় রয়েছেন তিনি।

আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তামিম। জানা গেছে, তিনি ওল্ড ডিওএইচ ক্লাব থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে পরিচালক পদে আসীন হলে মাঠের ক্রিকেটকে বিদায় জানাবেন বলে স্পষ্ট করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে তামিম বলেন, "যদি বোর্ড পরিচালক হয়ে যাই, আমার মনে হয় না আর খেলব। এটা ভালো দেখায় না। আমি যদি বোর্ড নির্বাচন করি, যেটা আমি করবো, আর যদি আমি পরিচালক হতে পারি, তাহলে আমার কাছে মনে হয় না যে আমার খেলা উচিত হবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেটের ইতি টানতে হবে।"

তবে তিনি জানিয়েছেন, নির্বাচন না করলে বিপিএলে খেলার পরিকল্পনা ছিল তার। এ প্রসঙ্গে তামিম বলেন, "নির্বাচন যদি না করতাম, হয়তো বিপিএল খেলার চেষ্টা করতাম। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। তবে আমি অনেক আগে থেকেই বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার চিন্তায় যুক্ত আছি। এটা আমার নতুন শখ নয়।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×