ছেলে এক ওভারে ৩২ রান দিয়েছে, হার্ট অ্যাটাকে মারা গেলেন বাবা


ছেলে এক ওভারে ৩২ রান দিয়েছে, হার্ট অ্যাটাকে মারা গেলেন বাবা

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে ৩২ রান দেন শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে। অন্যদিকে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, কলম্বোয় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে সুরঙ্গা ভেল্লালাগে মৃত্যুবরণ করেন বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করেন শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, যিনি সামাজিক মাধ্যমে লেখেন, “দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পুরো জাতি তোমার ও তোমার পরিবারের পাশে আছে। তার আত্মা যেন চিরশান্তি লাভ করে।”

ঘটনার দিন, এশিয়া কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে টিভিতে ছেলের খেলা দেখছিলেন সুরঙ্গা ভেল্লালাগে। ম্যাচের শেষ দিকে দুনিথ ভেল্লালাগের করা এক ওভারে আফগান ব্যাটার মোহাম্মদ নবী পরপর পাঁচটি ছক্কা মারেন, যার ফলে ওই ওভার থেকে আসে ৩২ রান। যদিও ম্যাচটিতে শ্রীলঙ্কা জয় পেয়েছে এবং ১৭০ রানের লক্ষ্য ছয় উইকেট হাতে রেখেই তারা আট বল বাকি থাকতে অতিক্রম করে, তবে এই জয় আনন্দের বদলে ভেল্লালাগে পরিবারের জন্য বয়ে এনেছে গভীর শোক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×