আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে টিকে রইল বাংলাদেশ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:০১ এম, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরে ওঠার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের বাইরে প্রথমবারের মতো আফগানিস্তানকে টি-টোয়েন্টি ক্রিকেটে হারাল টাইগাররা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৫ উইকেটে ১৫৪ রান, ফলে আফগানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৫।
জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ফিরতে হয় আফগান ওপেনার সেদিকুল্লাহ অটলকে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের করা সেই ওভারটিও ছিল মেইডেন। পরক্ষণেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। তবে পঞ্চম ওভারে নাসুম আবারও আঘাত হানেন—এবার এলবিডাব্লিউ করে ফেরান ইব্রাহিমকে (৫)।
পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। এরপর রিশাদ হোসেন গুলবাদিনকে (১৬) ফিরিয়ে চাপ আরও বাড়িয়ে দেন। গুরবাজও (৩৫) ড্রিংকস ব্রেকের পর রিশাদের বলে সুইপ করতে গিয়ে আউট হন।
এরপর মোহাম্মদ নবীকে (১৫) বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। দলীয় ৭৭ রানে পঞ্চম উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আফগানরা। তবে আজমতউল্লাহ ওমরজাই ঝড়ো ব্যাটিংয়ে লড়াই জমিয়ে তোলেন। ১৬ বলে ৩০ রানের ইনিংস খেললেও তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
শেষ দিকে রশিদ খান ২০ রান করলেও আফগানিস্তানকে জয়ের পথে নিতে পারেননি। শেষ ওভারে মোস্তাফিজ এক বলেই ফিরিয়ে দেন রশিদ (২০) ও গজনফরকে। আর ইনিংসের শেষ বলে নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন নুর। ১৪৭ রানে থেমে যায় আফগানদের ইনিংস, ফলে বাংলাদেশ জেতে ৮ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মোস্তাফিজ। নাসুম, তাসকিন ও রিশাদ পান দুটি করে উইকেট। বিশেষ করে নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৩১ বলে ৫২ রানের ইনিংসে আসে ৪টি চার ও ৩টি ছক্কা। তবে তার বিদায়ের পর রান তোলার গতি কমে যায়। সাইফ হাসান ৩০ রান করলেও বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তাওহিদ হৃদয় ২৬, জাকের আলি ১২ এবং অধিনায়ক নুরুল হাসান অপরাজিত ১২ রান করেন।
শেষ ৭ ওভারে মাত্র ৫০ রান তুলতে পারলেও ১৫৪ রানের সংগ্রহই জয় এনে দেয় বাংলাদেশকে। এর আগে কেবল একবারই আফগানিস্তানকে ১৫৫ বা তার বেশি লক্ষ্য দিতে পেরেছিল টাইগাররা। ২০২২ সালে মিরপুরে দেওয়া সেই ১৫৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৯৪ রানে গুটিয়ে গিয়েছিল আফগানরা। সেদিনও ছিলেন নাসুম আহমেদ, যিনি এবারও দলের জয়ে বড় ভূমিকা রাখলেন।