দাবি পূরণ না হলে এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান!


দাবি পূরণ না হলে এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান!

ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার ঘটনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির ক্ষোভের কারণ হয়েছে। তিনি এমন আচরণের প্রতিবাদ জানিয়ে এশিয়া কাপ বয়কটের হুমকিও দিয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে গেলে ভারতীয় ক্রিকেটাররা সাড়া দেননি। ম্যাচ হারের পর পাকিস্তানি খেলোয়াড়রা হাত বাড়ালেও ভারতীয়রা কোনো সাড়া দেয়নি। ঘটনার পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ত্যাগ করার পরই ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেয়া হয়।

এই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ জানায় পাকিস্তান দল। একদিন পার হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আইসিসির কাছে পাইক্রফটকে প্রত্যাহারের দাবি জানান পিসিবি।

পিসিবি অভিযোগ, “টসের সময় পাইক্রফট সূর্যকুমার যাদবকে সালমান আলীর সঙ্গে হাত মেলাতে না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যা মূলত একপক্ষের পক্ষ নেওয়ার সমতুল্য। এটি আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটের চেতনা সম্পর্কিত এমসিসি আইন লঙ্ঘনের শামিল।”

মহসিন নাকভি সোমবার (১৫ সেপ্টেম্বর) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ম্যাচ রেফারিকে অবিলম্বে পরিবর্তনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, দেশটির ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান প্রতিবেদনে জানিয়েছে, দাবি পূরণ না হলে এশিয়া কাপের পরের ম্যাচ বয়কট করা হবে।

অন্যদিকে, ভারতের এমন আচরণের জন্য ব্যবস্থা নিতে যাচ্ছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি), তবে আইসিসি থেকে কোন পদক্ষেপ আসবে কি না তা নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন, আইসিসি নিয়মে সরাসরি ‘হাত মেলার বাধ্যবাধকতা’ না থাকার কারণে আইনগতভাবে ভারতের বিরুদ্ধে শাস্তি আরোপের সুযোগ সীমিত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×