বার্সেলোনার ভ্যালেন্সিয়া ম্যাচ আজ ‘বি’ টিমের স্টেডিয়ামে
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক বিরতির পর স্প্যানিশ লা লিগার মাঠে ফিরেছে, আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা আজ রাতে খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। তবে এই ম্যাচের ভেন্যু নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বার্সেলোনা ক্লাব জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম এস্তাদি জোহান ক্রুইফে, যা মূলত বার্সার 'বি' টিমের হোম ভেন্যু।
ক্লাব জানায়, সংস্কারাধীন স্পটিফাই ক্যাম্প ন্যু-তে প্রশাসনিক অনুমতি না পাওয়ায় এই অস্থায়ী ভেন্যু বেছে নিতে হয়েছে। তবে ফেব্রুয়ারি পর্যন্ত বার্সেলোনা মন্টজুইকের এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ-এর সঙ্গে ম্যাচ আয়োজনের চুক্তি করেছে।
গতকাল এস্তাদি অলিম্পিক লুইসে পোস্ট ম্যালোন কনসার্টের কারণে মাঠ ব্যবহার সম্ভব না হওয়ায়, এক ম্যাচের জন্য জোহান ক্রুইফে নির্বাচন করা হয়েছে। লা লিগার মান বজায় রাখতে এখানে অতিরিক্ত প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন ক্যামেরা বসানো হয়েছে এবং ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচের জন্য ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।
বার্সা জানায়, ক্যাম্প ন্যুতে ম্যাচ আয়োজনের জন্য আরও চার সপ্তাহ সময় লাগতে পারে। কাতালানদের ব্যস্ত সূচি রয়েছে:
১৮ সেপ্টেম্বর: চ্যাম্পিয়নস লিগে সফরকারীরূপে নিউক্যাসলের বিপক্ষে।
২১ সেপ্টেম্বর: লা লিগায় গেটাফের বিপক্ষে হোম ম্যাচ।
২৫ সেপ্টেম্বর: লা লিগায় ওভিডোর বিপক্ষে ম্যাচ, যা আয়োজন করবে ওভিডো।
২৮ সেপ্টেম্বর: লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
ক্যাম্প ন্যুতে অনুমতি না পেলে, সব হোম ম্যাচ অনুষ্ঠিত হবে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজে।
নতুন মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বার্সার পয়েন্ট ৭ (দুই জয়, এক ড্র)। তবে এই ম্যাচে ইনজুরির কারণে দলের ১৮ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল খেলতে পারবেন না।