শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের পঞ্চম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে আসর শুরু করা টাইগাররা এবার লংকানদের হারিয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে চাইছে।

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কা প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।

বাংলাদেশ সম্প্রতি শ্রীলঙ্কা সফরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ জয় করায় এশিয়া কাপের লংকান ম্যাচে দলটি বেশ আত্মবিশ্বাসী।

ম্যাচের পূর্ব সংবাদ সম্মেলনে পেসার তানজিম হাসান সাকিব বলেন, আমাদের এপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কায় সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×