শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ


শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের ১৭তম আসর দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে টাইগাররা। এবার সুপার ফোরে ওঠার পথে দ্বিতীয় ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধি দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

প্রথম ম্যাচে বাংলাদেশের বোলাররা ছিলেন অসাধারণ। তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট। ফলে নির্ধারিত ২০ ওভারে হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৩ রান। জবাবে লিটন দাসের ঝড়ো অর্ধশতক এবং তাওহিদ হৃদয়ের অপরাজিত ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

আগামী ম্যাচকে সামনে রেখে পেসার তানজিম বলেন, “আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্যই নামব। তাদের খেলোয়াড়দের আমরা ভালোভাবেই চিনি। পরিকল্পনা নিয়ে মাঠে নামলে জয় সম্ভব।”

সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে থাকলেও, টি-টোয়েন্টিতে বাংলাদেশ তাদের হারানোর অভিজ্ঞতা রাখে। তাই লড়াই জমতে পারে সমান তালে।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৮ ম্যাচে আর শ্রীলঙ্কা এগিয়ে ১২ ম্যাচ জিতে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×