ভারতে খেলতে আসতে পারেন রোনালদো!
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৬:২৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভারতে খেলার সম্ভাবনা জাগাচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু। এই প্রতিযোগিতায় ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে দেখা যেতে পারে পর্তুগিজ তারকাকে।
এই ম্যাচটি কোনো প্রীতি ম্যাচ নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক ম্যাচ। রোনালদোর বর্তমান ক্লাব সৌদি আরবের আল নাসর - এফসি গোয়ার বিপক্ষে তাদের অ্যাওয়ে ম্যাচে রোনালদোকে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই ম্যাচের জন্য আল নাসর কর্তৃপক্ষ ইতোমধ্যে রোনালদোর নাম তালিকাভুক্ত করেছে।
তবে বিষয়টি সম্পূর্ণ রোনালদোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে অ্যাওয়ে ম্যাচে অংশগ্রহণে বাধ্য করা যায় না। অর্থাৎ, রোনালদো যদি নিজে খেলতে সম্মত হন, তাহলেই ২২ অক্টোবর গোয়ার মাঠে তাকে দেখা যেতে পারে।
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য আল নাসর যে গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট তাদের ঘোষিত দল থেকে। রোনালদোর পাশাপাশি তারা আরও ১১ জন বিদেশি ফুটবলারের নাম নিবন্ধন করেছে, যার মধ্যে আছেন সাদিও মানে, কিংসলে কোম্যান এবং জোয়াও ফেলিক্সের মতো তারকারা।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে এফসি গোয়া রয়েছে একটি চ্যালেঞ্জিং গ্রুপে। তাদের প্রতিপক্ষ - ইরাকের আল জাওরা, তাজিকিস্তানের এফসি ইস্তিকলল এবং সৌদি আরবের আল নাসর।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর গোয়া তাদের প্রথম ম্যাচ খেলবে আল জাওরার বিপক্ষে। এরপর ১ অক্টোবর মুখোমুখি হবে এফসি ইস্তিকললের। এবং বহুল প্রতীক্ষিত ম্যাচটি - ২২ অক্টোবর, আল নাসরের বিপক্ষে, যেখানে ভারতীয় দর্শকদের সামনে প্রথমবারের মতো দেখা যেতে পারে "সিআর সেভেন" রোনালদোকে।