নেপালে আন্দোলনে রাস্তায় নামতে চেয়েছিলেন জামাল ভুঁইয়া


নেপালে আন্দোলনে রাস্তায় নামতে চেয়েছিলেন জামাল ভুঁইয়া

নেপালে বিরোধী দলের আন্দোলনের মধ্যে আটকা পড়ে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হঠাৎ আগুন, ভাঙচুর আর গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। নিরাপত্তার কারণে খেলোয়াড়দের হোটেলেই বন্দি থাকতে হয়। তবে সেই অবস্থাতেও মনোবল হারাননি দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বরং তিনি মনে করেছিলেন, হোটেলের ভেতরে থাকার চেয়ে রাস্তায় নামাই নিরাপদ।

দেশে ফেরার পর গণমাধ্যমের কাছে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন জামাল। তিনি বলেন, “আসলে যারা আন্দোলন করছিল, আমি তাদের সঙ্গে যেতে চেয়েছিলাম। কারণ আমি মনে করেছি, হোটেলে থাকা ওত নিরাপদ না। রাস্তায় গেলে সেখানে একটু নিরাপত্তা থাকে।”

নেপালে আটকে থাকা অবস্থায় জামাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে দেখা যায়, হোটেলের ঠিক বাইরে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে আছে। ভিডিওতে তিনি বলছিলেন, “এখানে আমরা সেইফ না।”

ভীতিকর সেই সময়ের কথা স্মরণ করে জামাল বলেন, “আসলে ওই সময় একটু ভয় পেয়েছি। আমি হোটেলের চার তলায় আমার রুমে ছিলাম। তখন হঠাৎ দেখি ধোঁয়া আসতেছে। বাইরে তাকিয়ে দেখি দুটো বাসায় আগুন লাগাচ্ছে। ওখানে একজন এমপি ছিলেন। উনার গাড়ি পুরো ভেঙে ফেলছে আর আগুন লাগিয়েছে। ওই সময় আমি একটু ভয় পেয়েছি। তারপর আমি লবিতে ছিলাম দুই ঘণ্টা। সবাই আমাকে দুই তলায় যেতে বলছিল। কিন্তু আমি বলছিলাম যে লবিতেই আমি নিরাপদ।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×