শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ মাঠে নামছে বাংলাদেশ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:১৯ এম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জয় দিয়ে এশিয়া কাপের শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আসল পরীক্ষার দিন শুরু হচ্ছে আজ (শনিবার)। নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগাররা শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এ ম্যাচ অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, ভেন্যু অপরিবর্তিত।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেসার তানজিম হাসান সাকিব জানালেন, জিতার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন, ‘স্ট্রেইট ফরওয়ার্ড ব্যাপার। আমাদের অ্যাপ্রোচ জেতার জন্যই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও জিতেছি আমরা। ফলে আত্মবিশ্বাস আছে। জয়ের লক্ষ্যেই মাঠে যাব। আমরা যেখানেই যাই, বাংলাদেশি সমর্থকরা চলে আসেন। সবসময় আমাদের সাপোর্ট করে আসছেন। সবাই অনেক ইমোশনাল। আশা করি এবারও তারা আমাদেরকে সাপোর্ট করবে।’
এশিয়া কাপ শুরুর আগে তিন ফরম্যাটে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলে বাংলাদেশ। ওয়ানডেতে হেরেছে, টেস্টে ড্র করেছে এবং টি-টোয়েন্টিতে জিতেছে। এ অভিজ্ঞতা নিয়েই সাকিব বলেন, ‘এশিয়া কাপের আগে তাদের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলেছি আমরা। আমরা জানি তারা কী করতে পারে। দলে ভালো কিছু প্লেয়ার আছে। তাদের আটকাতে হবে আমাদেরকে।’
আগের ম্যাচে বোলিংয়ে প্রশংসিত এই তরুণ পেসার আবুধাবির পিচ উপভোগ করছেন বলে জানিয়েছেন, ‘দারুণ পিচ, আমি এখানে বোলিং করা উপভোগ করেছি। ইতিবাচক ব্যাপার। আশা করি সামনেও এমন করতে পারব।’ নিজের প্রিয় বোলার ডেল স্টেইনকেও উদাহরণ হিসেবে উল্লেখ করে সাকিব বলেন, ‘ছোটবেলা থেকে ডেল স্টেইনের খেলা দেখি। অ্যাগ্রেশন ন্যাচারাল, এটা অটোমেটিক চলে আসে। ফিজ ভাইয়ের ক্ষেত্রে সেটা আসে না, উনি আলাদা।’
বাংলাদেশ দলে বাড়তি স্পিন বিকল্প হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী। যদিও আগের ম্যাচে অধিনায়ক লিটন দাস তাকে ব্যবহার করেননি। সাকিব জানান, ‘৩ সিমার, ২ স্পিনার সবাই ভালো করেছে। শামীম পাটোয়ারীকে হয়তো (আগের ম্যাচে) আনার প্রয়োজন মনে হয়নি। আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়েছি। যখন প্রয়োজন হবে, তখন ৬ষ্ঠ বোলার হিসেবে তাকে কাজে লাগানো হবে।’