ফুটবলারদের ‘নেপাল ট্রমা’ কাটাতে যা করতে চায় বাফুফে
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:৫২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫

চরম অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্য দিয়ে কাটানো তিন দিন শেষে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। রাজনৈতিক সহিংসতায় বিপর্যস্ত নেপাল থেকে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান জাতীয় ফুটবল দলের সদস্যরা। সেই সঙ্গে ফিরেছেন সফরসঙ্গী কর্মকর্তারা ও ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত মঙ্গলবার সরকারবিরোধী বিক্ষোভের জেরে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শহরজুড়ে ছড়িয়ে পড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা। ঠিক যে হোটেলে অবস্থান করছিল বাংলাদেশের ফুটবল দল, তার পাশেই ঘটেছে এমনই একটি অগ্নিকাণ্ড। হঠাৎ করে সৃষ্টি হওয়া এই সহিংস পরিস্থিতিতে খেলোয়াড়রা পড়েন গভীর মানসিক চাপে। টানা দুই-তিন দিন হোটেল থেকে বের হতে না পেরে তাঁদের মধ্যে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এই মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, "আমাদের চিকিৎসার প্রক্রিয়া রয়েছে। সেখানে অবশ্যই আমরা মানসিক কোচিং, সাইকোলজিক্যাল সাপোর্ট দেব, যাদের প্রয়োজন হয়। যাদের লাগবে না তাদেরও আমরা অ্যাসেসমেন্ট করব। কারণ অনেক সময় এরকম পরিস্থিতিতে ফিজিক্যাল শক হয়। আমরা এ বিষয়ে সচেতন। পাশাপাশি বাংলাদেশ আর্মড ফোর্সের মেডিক্যাল টিম প্রস্তুত ফুটবলারদের বিশেষভাবে চিকিৎসাজনিত কিছু প্রয়োজন হলে।"
অপারেশনের সমন্বয় ও পরিকল্পনার দায়িত্বে থাকা আর্মড ফোর্সেস ডিভিশনের ডিজি (অপারেশনস অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল আলীম এই নিরাপদ প্রত্যাবর্তন সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।