লিটনের ফিফটিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ


লিটনের ফিফটিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

প্রতিশোধের স্বাদ মিটিয়ে দারুণভাবে এশিয়া কাপের মিশন শুরু করল বাংলাদেশ। লিটন দাসের ঝলমলে ব্যাটিং আর তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংসে ভর করে টাইগাররা প্রথম ম্যাচে ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটে হারিয়েছে হংকংকে। এই জয় শুধু পয়েন্ট তালিকায় নয়, এক যুগ আগের পরাজয়েরও জবাব।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে নিজাকাত খানের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে সমান দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। ইমন করেন ১৪ বলে ১৯ রান, আর তামিম যোগ করেন ১৮ বলে ১৪ রান। তবে দুজন দ্রুত আউট হয়ে গেলে দলের হাল ধরেন লিটন দাস ও তাওহিদ হৃদয়।

তৃতীয় উইকেটে এই জুটি গড়ে তোলে ৯৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ। লিটন দাস ৫৯ রানে আউট হলেও জয় থেকে মাত্র দুই রান দূরে থাকেন তিনি। শেষ পর্যন্ত জয়সূচক রান তুলে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয়, যিনি করেন অপরাজিত ৩৫ রান। জাকের আলী নেমে এক বল খেললেও শূন্য রানে অপরাজিত থাকেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×